পুড়ে গেছে আকাশের ঘর
শিশিরের আল্পনা- মাটির সংসার
একটিপ আদ্রতা নেই কোথা্ও আর।


কি এক অমোঘ মন্ত্রে বেচে আছে শুধু
রাত্রির জলটিপ, পাতাদের গান
নির্ঘুম-ঘুমের ফিসফিসানি আর
স্পর্শের শিরশিরানি
তুমি কি জেগে আছো আজ রাতে?


আমি নেই কোথা্ও এখন
নেই পাশঘুমে হাত-পায়ের ওজন
উড়ো নিশ্বাসের আত্মাহুতি


এসো অগ্নিদাহ করি
এসো আগুনগোড়া হই রাতভোর
শিশু সকালের প্রাক্কালে নাহয় পাখিদের জাগিয়ে দেবো আবার।