শতাব্দী পাড়ী দিল রবি ঠাকুরের পূনশ্চ। জীবনান্দও প্রায় ছুঁই ছুঁই।
কতটা পাল্টালো আমাদের কবিতার ভাবনা-প্রকাশ?


আমরা আজ যারা লিখছি তারাকি উতরে যেতে পেরেছি একটুও? শব্দ চয়ন বাক্য বিন্যাস,অলংকার,উপমা, রূপকল্পে?
নাকি আমরা পূর্বসুরিদের ধুতির খুট ধরেই হাটছি?


আমাদের চিন্তা-ভাবনার প্রকাশ বাক্য বিন্যাস এমনকি শব্দ চয়নেও গত শতকের কবিদের মতই।
তারমানে কি কবিতায় পরিবর্তন আনা যাবেনা? নাকি আমরা পারছি না?


আজ এ সময়ের একটি কবিতা ও চল্লিশের দশকের একটি কবিতার ভাবনা ও প্রকাশ যদি একই রকম হয় তাহলে কি পরিবর্তন এলো?


না না হাংরি আন্দোলনের কথা বলবেন না , সেটিও ৪৬ বছর আগের কথা!!!


তাহলে?


কবি আপনার চিন্তার প্রকাশে কতটা রাখলো সময়কে ধরে?
সমসাময়ীক বিষয়াবলী,বিজ্ঞান কতটা উঠে এলো আপনার লেখায়?


মত-দ্বিমত থাকতেই পারে- কি ভাবছেন আপনি?


লিখুন , ভাল থাকুন খুব।


শুভেচ্ছা সবাইকে।