চুপচাপ বসে থাকি,
আধারের জঠর থেকে কুড়িয়ে নিই
আরো কিছু নিরাবতা:

রাত্রির অসুখে চোখ বুজি
বিস্তৃর্ণ দিগন্তের পাঁজরে খুঁজে নিই
লাল দোপাটির বাহানা...

খোঁপায় গুজব বলে যে গোলাপ ছিল এতকাল
তার সব পাপড়ি ঝরে গেছে আজ
গাছের শাখায় মুনিয়া বদলেছে বাসা

আমি শুধু রাত জুড়ে প্রেম রাখি;আঁধারে
একলা হওয়ার অভিমানে...

মুনিয়া কি স্বপ্ন বাধো আজও
দো-ডালটার কোণে?