ঘৃতকুমারীর রাত আসে
আমার উঠোনে যৌবনা চাদের জোছনা,
মৃত কলির ফুলশয্যায়,উলঙ্গ প্রজাপতির রঙিন ডানা
পাস্তুরিত ঘুম চোখে নিয়ে জেগে থাকি আর্য রাত,
দিগন্তের শৈশবে অগ্নি মশাল জ্বালি স্বপ্নের চিতায়,
বিরহী জোৎস্নার বিলাপে
এই শেষবার বাজাবো আড়বাঁশি ঠোটেঁর জড়তা ভেঙ্গে
শিশ দেব কাছে ডাকার আহবানে
যদি ফিরে আসে রাত এই কদম ফোটা বৃষ্টির ঘ্রানে
আমি গন্ধ শুষে নেব অসহ্য উণ্মাদে
মানচিত্র একেঁ দেব - প্রেমের কৈলাশে
সহস্র বছরের নিখাদ আল্পনায়...
নেহাতই আমার মত করে...
ভালবাসায়... আদরে