এই সন্ধ্যে...
দক্ষিনের হাওয়ায় ভেসে আসে পানসে মেঘ
রাতের সলতে কেঁপে ও্ঠে...


খুউব ঢালুতে গড়িয়ে যায় ব্যাঙাচি জল...
শরতের কাশবনে ওত পেতে থাকে
ক্ষুধার্থ এ্যান্ট ইটার...


বৃষ্টি লেখা হয় মাত্রাহীন মাত্রার স্বরবৃত্তে
সাধুচলিতের মিশ্রনে কিছু সর্বনাম জোছনার মতো জড়িয়ে থাকে শরৎ ফুলের পাঁজরে


কিছু কোণঠাসা মেঘ ঢলে পড়ে
রাত ফুলের পরাগ ধুঁয়ে...