একদিন লিখেছিলে নাম,
এই সজনে গাছের তলে,
শিয়রে সকালের মৃতদেহ,
শব কাঁধে নিয়ে ক্লান্ত দুপুর,
সেইখানে রুয়েছিলাম,
সজনের চারা,
কত গুবরে নাম খুঁড়ে শ্বাস নেয় বাতাসে.
ওদের শুধাই, নাম চাষে কত ভালোবাসা ফলে,
শুধু আমার চলে যাওয়ার সময়টাই গেল ফুরিয়ে,
আর একটি পৃথিবীর রাত,
মাত্র একটি,
ধার দাও আমায়,
চাঁদ না দাও,
না নক্ষত্র ,
না জোনাকীর আলো,
মাত্র একটি রাত চাই আমি,
রুয়ে যাই আরেকটি ,
তোমার শরীরের ঘ্রান সন্ধ্যার বাতাসে
ভেসে আসে,
ক্ষয়ে যাওয়া রাতেও তোমার অবয়ব পিছু ডাকে,
আবার লিখবে নাম ,
এই সজনে গাছের তলে।