আমার কবিতার ছত্রে ছত্রে
ঘাপটি মেরে আছে ওরা
গভীর হায়েনা
আর হিংস্র গনতন্ত্র,


শব্দ গুলোকে গেঁথে দিয়েছে
কাবাবের শিকে,
পঙক্তিগুলো হেরেমের দাসীদের
আলখেল্লায় ঝুলছে,
অসুখী রাজপথে কবিতার বইয়ের
শবযাত্রায়
কোরাস গাইছে ক্ষয়ে যাওয়া পাথরের কোয়া


তবে আমি লাল গমের রুটিতে প্রসারিত করেছি
না পাওয়ার গন্ধ,
ধূলিতে ধূলিতে রোপন করেছি
নতুন সূর্যের চীৎকার,


পথিক তোমার হাতে কি লালচে রুটি?
বিপ্লবের আর্তনাদ শুনেছ?