যদি কোন কথা শুনতে না চাও,
বুকে কথার মেঘগুলো জমা করে রাখব নিরন্তর,
বৃষ্টি হয়ে ঝরে যাবে কোন একদিন,


যদি বল নক্ষত্রগুলোকে ছুঁয়ো না,
নির্বিঘ্নে পাড়ি দেব অমাবস্যা,
সাথে নিয়ে যাব নিঃসঙ্গ কুহুকে,
পাছে তুমি জেগে যাও,


যদি বল মুখোমুখি না দাঁড়াতে,
পিছন ফিরব না একবারও,
এক লহমায় ভেসে যাব ,
লক্ষ যোজন দূর ,
সাথে নেব আনাড়ি যত সময়গুলোকে,
পাছে তোমার কষ্ট বাড়ে,


যদি চলে যেতে বল,
চলে যাব নিঃশব্দে,
সাথে নিয়ে যাব বিপন্ন স্বপ্নগুলোকে,
পাছে দুঃস্বপ্ন হয়ে যায় তোমার শিয়রে,


যদি নির্বাসন দাও,
পথ খুঁজে নেব আন্দামান নিকোবরে,
ভাদরের বৃষ্টির মত ধুয়ে নিয়ে যাব সব কষ্টগুলোকে,


যদি যবনিকা টেনে দাও আমার ,
লোকাল ট্রেনের মত ধিকি ধিকি চলে যাব ভিন স্টেশনে,
বস্তাবন্দী করে নিয়ে যাব অসুখী রাতগুলোকে,


যদি বিচ্ছেদ চাও,
হলুদ স্ট্যাম্প পেপারে খসখস করে সই করে দেব,
আর সাথে নিয়ে যাব নোঙর ছেঁড়া ভালবাসাগুলোকে,
একবারও পিছন ফিরে চাইব না,
পাছে জল দেখে ফেলি তোমার চোখেতে।