ঝরে যাওয়া শালি ধান কুড়োতেই
ঝরে গেল কাল,


আর কত কাল কত জনম বাঁচলে তুই
আমারে বাস তেল কিনে দিবি?


তেল বিনে দীঘল চুল আমার সজারের কাঁটা
ছোঁয়াতেই ঝরে যায় ঝরা পাতার মত,
এই চুলকেই একদিন আদর করে ডেকেছিস,
বর্ষা শেষের রাত,
পড়শীরা ডেকেছে জলপ্রপাত, জলপ্রপাত
হিংসুকরা  ডেকেছে শাকচুন্নীর জটা, বটের ঝুরি,


আচ্ছা সত্যি করে বলতো
তেলের দোকান কি সব ঝরে গেছে
ঝরা পালকের মত ?


হবে হয়তো,
জনমও ঝরে গেছে প্রায় ঝরা বকুলের ন্যায়


পরের জনমে ঠিক তুই দিবি তাইনা?


আচ্ছা তখন আমি কি তোর হব ?
যদি না হই দাবী নেই,
হলে বাস তেলটা কিনে দিস কিন্তু ,
এটা যে আমার বড্ড ঝরে যাওয়া শখ।