তুমি স্বয়ম্বরা হলেই
এক অক্ষৌহিনী কৌরব পিছু নেয় আমার,
ছুটতে ছুটতে প্রাসাদ অলিন্দেই খুঁজে পাই  
বিষাদের দুই  অক্ষৌহিনী নদী,
মৎস্য চক্ষু ভেদের নিনাদ গজিয়ে ওঠে
স্বয়ম্বর সভার মাটি ফুঁড়ে,
আমি রাজপুরুষ নই,
বিষাদের চোখ বিদ্ধ করার ব্রহ্মাস্ত্র
আমার জানা নেই,
বরং আমি জ্বলছি তিন অক্ষৌহিনী
অপেক্ষার নীলে।