এক শ্রাবণের রাতে কথা দিয়েছিলাম
তোমায় সমুদ্র দেখাবো,
রাশি রাশি নক্ষত্র পুঁতে দেব তোমার আঙিনায়,
সে রাত ছিল শ্রাবণের রাত,
ফিকে সাঁঝের গা বেয়ে নেমেছিল সে রাত,


শপথ ভেঙ্গেছিল তীব্র বরষায়,
কথা মরেছিল নাট্যমঞ্চে,


আজও উত্তরা বাতাসে যে সুর বয়ে আসে,
সেখানে ভালবাসা থাকে না বিন্দুমাত্র,
থাকে শ্রাবণের রাতের ঘ্রাণ,


আমি বুকভরে নেই
সে রাতের ঘ্রাণ ।
এখানেই মিশে আছে আমার শপথ
আর তোমার মিশেল নিঃশ্বাস।


কেটে গেছে কত যুগ,
আজো এ রাতের গন্ধ পাই দখিনা বাতাসে,
সেই রাত, শ্রাবণের রাত,
যাকে আলতো করে ডাকি শ্রাবণ-শর্বরী ।