একদিন চিনে নিলাম জ্বলন্ত মিছিলকে
আমি শামুকের মত গুটিয়ে গেলেও
তোমার মুষ্টিবদ্ধ আর্তনাদ
মিছিলকে কাঁপিয়ে দিয়েছিল,
আর আমার ভালবাসার ভ্রূণে
প্রবেশ করেছিল প্রথম পরমাণুটি,


কে একজন চীৎকার করে বলেছিল,
সামনে যাবেন না,
সেখানে সবাই গোগ্রাসে গিলছে
হতাশা
প্রথম মৃত্যুর আগে,


সেই তুমি গুণ টানার মত
টেনে এনেছিলে চেগুয়েভারাকে
তখন কেবল আমি বিপ্লবের তাজা গন্ধ
পেতে শুরু করেছি,
আর আমার ভালবাসার কিয়ৎ অসম্পূর্ণ দেহে
যোগ হয়েছিল দ্বিতীয় পরমাণুটি,


চূড়ান্ত মৃত্যুর আগে যখন
ক্ষুধার্ত গিলোটিন খুঁজে নিচ্ছে
কচু গাছের মত নরম গর্দানগুলো,
তখন তুমি ধূলিতে ধূলিতে রোপন করে গিয়েছিলে
প্রতিবাদের হায়ারোগ্লিফিক,


আর আমার ভালবাসায় যোগ হয়েছিল
শেষ পরমাণুটি,
ভালবাসা পরিনত হয়েছিলো পূর্ণাঙ্গ অবয়বে,


এখন আমি প্রতিবাদ শিখে গেছি
হতাশা আর আসে না আমার দুয়ারে।