জনারণ্য ভেদ করে আমি যদি না আসতে পারি,
তুমি এসো কিন্তু,
সাথে এনো কিছু ঘাসফুল আর থানকুনি পাতা,
আমার প্রিয় যা কিছু,
যদি উত্তপ্ত রাস্তার গলা পীচ মাড়িয়ে আসতে না পারি,
তুমি এসো কিন্তু,
সাথে এনো ভালবাসার কিছু ছাউনি,
যা ভাল করে ছাওয়াই হয়নি,
তোমার ঘৃনার দেয়াল ভেদ করে যদি আসতে না পারি,
তুমি এসো কিন্তু,
নিয়ে এসো কিছু কালি মাখা ভালবাসা,
যা দিয়েছিলাম তোমায় একদিন,
মেঘ মেদূর ঝঞ্জায় যদি থেমে যাই,
তুমি এসো কিন্তু,
নিয়ে এসো কিছু নীরবতা,
যা আমি তোমায় দিয়েছিলাম,
যে নীরবতা পড়তেই পারোনি তুমি,
উত্তাল বাতাস যদি থামিয়ে দেয় পথচলা,
তবু তুমি এসো কিন্তু,
সাথে এনো আমাদের না বলা গল্পগুলোকে,
যা ঘুম পাড়িয়ে রেখেছি দশক দশক,
দূরন্ত স্বপ্নজালে যদি পা জড়িয়ে যায়,
তুমি এসো কিন্তু,
ঐ যে নির্জন ইস্টিশনটায়,
যেথায় একটা বড় ঝাউ গাছ আছে,
যেথায় শুরু হয়েছিল আমার ভালবাসা,
আর তোমার ঘৃণা ,
ভালবাসার ভারসাম্য টিকিয়ে রাখতে তুমি ঘৃণা দিয়ে
সাজিয়েছিলে আমায়,
আর আমি ভালবাসা দিয়ে,
টিকে রইল আমার আর তোমার অন্তহীন যাত্রা,
তুমি এসো কিন্তু,
আমার দেরী হলেও ঠিকই পৌঁছে যাবে গোধূলি নাগাদ,
আমাদের সেই অনন্ত গোধূলি,
তুমি এসো কিন্তু।