আমার আত্মাটাকে বাঁচাতে চেয়েছিলাম আমি,
পারিনি,
চারিপাশে নিরাপদ বধ্যভূমি
আর নেপথ্যে কাকতাড়ুয়ার অবিশ্রান্ত চীৎকার,
এখানে আত্মার ভ্রূণ হত্যা করা হয়,
নিরাপদে,
বোতলজাত করে প্রদর্শনীতে নিয়ে যাওয়া হয়
ভাবগাম্ভীর্যের সাথে,
আমার আত্মাটাকে মৃত্যুবরণ করতে হয়েছিল
মিছিলে যাবার অপরাধে,
চীৎকার করতে পারিনি,
গোঙানোর সময় দেয়নি,
বোতলে পুরে দিয়েছে
পাছে নতুন ভ্রূণ জন্ম নেয়,


হয়তো আর নতুন ভ্রূণ
জন্মাবে না,
তবে বাতাসের নিঃশ্বাসে
বিছিয়ে রেখে এসেছি কবিতা,
কবিতাই ভ্রূণ হবে,
করবে চীৎকার
ঘন মিছিলে।