তুমি কোন্ সে অপরাধী মোর জীবন সঙ্গী হৈলে
বুঝিনা যে কিছু-
কোটি কোটি বছরের আবর্জনা মোর তরে সপলে।
কাহারো দৃষ্টি জানিনা কে কীভাবে দেখবে
মোর জীর্ণ ধরা শরীরকে যে আরও বিদীর্ণ করলে।
দাগ যে ছোঁয়া লাগল মোর,কার কী আসে যায়!
শুধু আবছায়া টা রয়েই যায়,সরেনা আর কিছু।
তোমার তৃপ্তি আমার চোখে দুবেলার আশ্বাস,
কেন জানিনা বলে;
অভিলাষ যে কেবলই নিষ্ফল আমন্ত্রণ।
আমার থমকে যাওয়াকে মনে করোনা
যে আমি জরাগ্রস্ত
স্বৈরাচারী হওয়াটা যে ভুল নয়-
যদি এটা সাঝে বিবাদি'র বেলা।
অন্তর যে আমার সরু কাগজের ব্যথা
আর তুমি সেখানে গাথলে অবাঞ্ছিত স্তুপের শাখা।
আজকের দিনে কে আসে, কে বা রেখে যায়-
একটুখানি সম্বল
হ্যা, আমিই সেই পাপী যার এখনও ধুয়ে যায়নি রঙ।
অন্তরের সেই বেদনা আজও যে রয়ে গেছে,
মুছে যায়নি, ক্রমশ আরও গজিয়েছে।
অবাঞ্ছিত সংযম আর কতটুক সহিব আমি
যতটুকু থেকে যাক, আর কতটুকু বা রইব আমি।
দুষ্ট ব্যক্তি পাপী যতনা সঙ্গ মোর ছলনা বলায়ে
দুষ্ট বুদ্ধি দীন তারে মোর সজল আঁখি ভরায়ে।