রক্ত যেমন সঞ্চালিত হয় দেহের ভেতরে
মাতৃভূমির মানচিত্র অঙ্কিত রয় অন্তরে!
দেহ খাঁচাটি পড়ে আছে সুদূর পরবাসে
প্রাণপাখি উড়ে বেড়ায় স্বদেশ নীলাকাশে!


হেরে গেছে, আমার কাছে, ডিজিটাল পৃথিবী
লাল সবুজ রঙে আঁকি আপন পতাকার ছবি।
দেশ-মাতার গৌরব, স্বাধীনতা যার নাম
সকাল সন্ধ্যা করি আমি তাকেই প্রণাম।


আমি আসবো ফিরে, পদ্মা মেঘনা যমুনার দেশে
যেথায়, আদর আলিঙ্গনে নদীরা মোহনায় মেশে।
শুভ্র ঢেউয়ের নৃত্য দেখবো বসে তটিনী তীরে
ক্লান্ত কায়া শীতল হবে, বাতাসে ভাসা নীরে!