বিনা আমন্ত্রণে এসেছি বলে
যাবো না বিনা আপ্যায়নে।
অতিথির আসন চাই না আমি
বসতে দিও গাছের তলে, মাটির আঁচলে।
বলতে দিও প্রাণের কথা কালজয়ী প্রিয় গানের সুরে।


ওভাবে তাকিও না
আমি মন চুরি করতে আসিনি;
এসেছি তোমাদের মনের মোহনায় সম্প্রীতির নোঙ্গর ফেলতে।
এসেছি নিজেকে দেখার ঘোলা দর্পণটি ভেঙ্গে দিতে!
এসেছি তোমাদের বাম পাশে দাঁড়িয়ে-
ডান হাতটি দিতে বাড়িয়ে!