এক বুক অভিমান নিয়ে
নিষ্প্রেম, নিরানন্দ মুহূর্ত দিয়ে,
গেঁথেছি বিরহ-মালা
বন্ধ করেছি হৃদয়ের সবকটা জানালা।
আকাশের ঊর্দ্ধে দাঁড়িয়ে-
যা কিছু নিয়েছিলাম, সবই দিলাম ফিরিয়ে।


স্মৃতিগুলো ফিরে আসার পথ করবে অবরোধ
দায়িত্ব দিয়েছি ভবিষ্যতের সময়কে।
যেদিন মুছে যাবে মোর নাম
বেনামী চিঠিতে পাবে;
এই হাতে লেখা, ভালোবাসা দিবসের শেষ কবিতা।
যার 'শিরোনাম চিরকাল
তোমারই নাম'!