তুমি মানুষ, তুমি প্রাপ্তবয়স্ক
তুমি, দুইশত ছয়টি হাড়ের একটি কাঠামো।
তোমার জীবন শিখা জ্বলে দিবারাত্র,
তার সাথে চলে-
কিছু সত্য
কিছু স্বপ্ন।
কিছু আশা
কিছু নাশা।
কিছু আলো
কিছু কালো।
কিছু শান্তি
কিছু ক্লান্তি।
কিছু ফুল
কিছু ভুল।
কিছু ত্বরণ
কিছু মরণ।
তুমি মানুষ, তুমি প্রাপ্তবয়স্ক
তুমি, দুইশত ছয়টি হাড়ের একটি কাঠামো।
তোমার জীবন শিখা জ্বলে দিবারাত্র,
তার সাথে চলে-
কিছু সত্য
কিছু স্বপ্ন।
কিছু আশা
কিছু নাশা।
কিছু আলো
কিছু কালো।
কিছু শান্তি
কিছু ক্লান্তি।
কিছু ফুল
কিছু ভুল।
কিছু ত্বরণ
কিছু মরণ।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩৮টি মন্তব্য এসেছে।
এই মানুষরূপী এক কাঠামো
ছড়ায়ে আছে জগত জুড়ে;
ওই মানবতা আর মনুষ্যত্ব
পাই না কেন সেই অন্তরে?
ধর্ম আর জাত-বেজাতে,
বর্ণে বর্ণে বিভেদ টানে;
কি গান শুনি আমরা মানুষ?
চলার পথে ক্ষণে ক্ষণে।
মাতৃহারা শিশুর ক্রন্দন,
আর সন্তান হারা মা;
বুক ফেটে যায় ধরণীর আজ,
তবু আমরা মানুষ বুঝিনা।
চোখের জলে সাগর হবে,
আর চুপটি করে দেখব সবে;
দিনের পরে রাত্রি আসবে,
আমরা কিছুই করবো না?
কি প্রয়োজন এমন জীবন?
কাঁপবে না কি এই ভুবন,
মানুষের এই দুঃখের দিনে?
শেষ হবে কি শুধুই ঋণে?
দীনের দীন আমরা সবাই,
শুধু মন ভুলানো গানই গাই;
শ্মশান কিংবা কবরে গিয়ে
হয়ে যাব শুধুই ছাঁই।
চিনবেনা কেউ জানবেনা কেউ
আমরা ছিলাম এই ধরাতে;
ওই চোখের জলে ভেসেই যাব,
বুঝি এটাই ছিল এই বরাতে।
কবি বন্ধুর অনন্য সুন্দর উপস্থাপনা অনুপ্রাণিত হলাম।ভাল থাকবেন সতত কবি বন্ধু ।
কবির কথার ককলি করল আমায় কাত।
অপরূপ
ভাবনার বৈচিত্র এভাবেই আসরকে করুক নিত্য সমৃদ্ধ।
সত্য যখন কবিতার রূপ পায়, পাঠক তখন
সান্ত্বনা খুঁজে পায় প্রিয় কবি।
খুবই ভালো লাগল।
শুভ কামনা
রইল।
কবির অন্তরে তুমি কবি ॥শব্দের গাঁথা মালা কবিতা ।ভালোবাসায় ভালো থাকুন ব্ন্ধু ॥।
আর কিছু বলার নেই বন্ধু।
শুধু বোলব দ্য লেটেস্ট 💗💗
কেমন আছো? সদা সুস্থ থেকো।
অনন্ত ভালোবাসা রাখলাম তোমার জন্য।
নতুনত্ব ও অতুলনীয়
লেখা কবির মননের সুন্দর হস্তের
অপূর্ব চয়নের নান্দনিক প্রকাশ।
অনেক অনেক শুভেচ্ছা বার্তা রইল।
শুভদুপুর।
অতুলনীয় প্রকাশ
শুভকামনা রইল প্রিয় কবি
সবার বায়না, পূরণ হয় না !
ছন্দকাব্যে মধুর তার ভাব প্রকাশ , মুগ্ধ ।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
বাহ্ চমৎকার লেখনী শৈলিতে অসামান্য কাব্য।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন সম্মানিত কবিবর ।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর ।
স্মরণ কোথায় ?
চমৎকার রূপকে জীবনমুখী ভাবনার বিবিধ কবিতা , খুব ভাল লাগলো , কবিকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা ।
চমৎকার জীবনমুখী কবিতা। যথার্থ ভাবনা। সুন্দর উপস্থাপনা।
শুভেচ্ছা জানবেন, কবি।
কিছু ভক্তি
কিছু যুক্তি
কিছু ছন্দ
কিছু মন্দ
কিছু কর্ম
কিছু মর্ম
কিছু যুদ্ধ
কিছু শুদ্ধ আর
কিছু গর্ব
কিছু খর্ব
অতুলণীয় সৃজন।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
(অপরাধ মার্জনা করবেন প্রিয় কবি একটু লেখার লোভ সামলাতে পারলাম না)
দারুণ প্রকাশ।।চমৎকার ভঙ্গিমায়ে অসাধারণ এক নিবেদন উপহার দিলেন প্রিয় কবি।।ভীষণ ভালো লাগলো।। হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় শ্রদ্ধেয় কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
অসাধারন। অসাধারণ। দারুন ভাবনার কাব্য।
দারুন বিষয় উপস্থাপনা করলেন প্রিয় শ্রদ্ধেয় কবি।
অপূর্ব
অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
মানুষের অবয়বগত পরিচিতির সাথে অনেকগুলো চিন্তাচেতন-ভাবনার সংমিশ্রণে একজন মানুষ, মানুষ হযে উঠে। যার ভেতের মানবিক গুণাবলীর ইতিবাচক বিষয়গুলো না থাকে, সে কখনোই মানুষ হয়ে উঠে না। জন্মই মানুষকে মানুষ করে তোলে না; মানবিক গুণই মানুষের প্রকৃত পরিচায়ক। অনেক ভালো লাগলো আপনার কবিতাটি। শুভ কামনা কবি দিদি।
বাহ্! রক্ত মাংসে গড়া মানুষের জীবনের অনুভূতি এবং অভ্যেসগুলো চমৎকারভাবে তুলে ধরেছেন! খুব ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.