একুশ তুমি ভাষার দাবি
একুশ তুমি তালার চাবি।
একুশ তুমি একটি দিন
একুশ তুমি রক্তের ঋণ!
একুশ তুমি প্রভাত ফেরি
একুশ তুমি প্রাণের ঘেরি।
একুশ তুমি স্মরণে বাঁচো
একুশ তুমি বরণে সাজো।
একুশ তুমি দেশের তরে
একুশ তুমি বিশ্বের ঘরে!
একুশ তুমি মোদের গর্ব
একুশ তুমি বঙ্গের অর্ঘ!