শ্রমিক দিবসে লেখা বিভিন্ন কবিদের অসাধারণ কবিতাগুচ্ছ পাঠ করে বিমুগ্ধ আমি। যাদের উদ্দেশ্যে এই মূল্যবান বক্তব্য তাদের অনেকেই দিনটির মানে জানে না অথবা জানতে দেয়া হয় না। ওদের কেউ আবার মনে করে জেনেইবা কি লাভ পূর্ণ অধিকার তো প্রতিষ্ঠিত হবার নয়! আমি মনে করি, কবি-কলমের বলিষ্ঠ কণ্ঠ পাঠক থেকে সমাজে, সমাজ থেকে সচেতনতা তারপর সমাধান আসতে পারে আগামীর কোন এক সময়ে। তাই এই বিষয়ের ওপর আরো অনেক লেখা চাই। আসরের সকল কবি এবং পাঠকদের জন্য রেখে গেলাম আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।