জানি তোমার অন্তরখানি
অব্যক্ত কথার এক সঞ্চয় ভাণ্ডার।
তোমার রক্তনালীতে প্রবাহিত হচ্ছে;
অতীত প্রতিবাদের প্রবল পার্শ্ব প্রতিক্রিয়া।
জানি,
তোমার বিমল বিশুদ্ধ ভাবনার অবয়বে-
ওরা আঘাত করেছে শক্ত কঠিন হিংস্র স্বভাব দিয়ে!
তাই তো তোমার উদার বুকে জমেছে এমন
অটল অভিমান।


আজ এই আয়োজন তোমারই সম্মানে।
বেশি কিছু নয় একটি বিকেল
শুধু একটি বিকেল, সাজিয়ে দিয়েছি;
হৃদয় থেকে রং নিয়ে আঁকা অনেক আলপনায়।


তুমি অবলোকন করো
জনতার হাতে সততার পতাকা উত্তোলিত!