কবিতার আসরে বিভিন্ন কবিদের জীবনমুখী, মানবতাবাদী এবং বিদ্রোহী কবিতার মাঝে সচেতনতার যে বীজ দেখতে পাচ্ছি তা একদিন বৃক্ষে পরিণত হবে বলে আমি আশাবাদী! লেখনীর মাধ্যমে প্রতিবাদ আর প্রতিরোধকে কলমযুদ্ধ বলে। হস্তযুদ্ধ এবং অস্ত্রযুদ্ধে মানুষ হতাহত হয়, সম্পদের ক্ষয়ক্ষতি হয় কিন্তু কলমযুদ্ধে নয়। বর্তমান বিশ্বের বিভিন্ন অন্যায়, অবিচার, সন্ত্রাস, নির্যাতন, হত্যা এবং ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের লেখনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে। তাই, এ বিষয়শ্রেণীর ওপর আরো বেশী করে কবিতা উপহার দেবার জন্য কবিদের প্রতি বিনীত অনুরোধ ও প্রত্যাশা রইল ।