লোহার তালা খুলতে হবে,
সোনার চাবি দিয়ে।
চাবি ভাঙ্গলে ঝুলবে তালা খুলবে না দুয়ার
তালা ভাঙ্গলে ঘরটিতে যে ঢুকতে পারে চোর।
এমন ভেবে এতটা কাল-
দাঁড়িয়ে আছো বাহিরে!
সকাল-বিকাল সন্ধ্যা, দিন-বছরের আসা যাওয়া, ঋতুদের পালাক্রম
তালা খুলে প্রবেশ করে এই ঘরে।
তুমি কেন পারলে না?
ঘরের ভেতর ফুলদানিতে স্নিগ্ধ গোলাপ প্রশান্তি
বিরহের আক্রমনে চিরনিদ্রার আলিঙ্গনে!