পৃথিবীর হৃদয়টা খুলে দেখি আমি
ভালোবাসা আসলেই সবচেয়ে দামী!
বিশুদ্ধ ভালোবাসা আছে যার মনে
চিরদিন মনোআশা পুরে তার সনে।
হিসাবের বই খাতা নেই যার হাতে
ভালোবাসা মধুময় হয়ে রয় তাতে।
জীবনের অবসান হবে, সবে জানি
চলমান রবে ভবে ভালোবাসা খানি।
পৃথিবীর হৃদয়টা খুলে দেখি আমি
ভালোবাসা আসলেই সবচেয়ে দামী!
বিশুদ্ধ ভালোবাসা আছে যার মনে
চিরদিন মনোআশা পুরে তার সনে।
হিসাবের বই খাতা নেই যার হাতে
ভালোবাসা মধুময় হয়ে রয় তাতে।
জীবনের অবসান হবে, সবে জানি
চলমান রবে ভবে ভালোবাসা খানি।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩৫টি মন্তব্য এসেছে।
ভালোবাসা ছাড়া ধরিত্রী একটা শূন্য স্থান। সুন্দর কবিতা প্রিয় কবি।
প্রেম ছাড়া পৃথিবীই অসুন্দর। অসুন্দরকে সুন্দর করেই থাকে প্রেম সেই প্রেম-প্রেয়সী মানুষ (নারী-পুরুষ) একে অন্যে। আর বিরহও রয় সৃষ্ট নারী-পুরুষ প্রেম ভাটাতে। কত বিরহ-বেদনা সবই মানুষ মানুষে সুষ্ট নীলা-খেলার চরণে। সভ্যতা কোথায় কে কাকে আপন ভাবে? এই ভালো বাসায় মানুষ হতাশ। একজন আরেক জনকে হিংসা করে। আর সেই মানুষ গুলিই একদিন ভালোবাসা হারায়ে পথে বসে। আবার ঐ'লোকটিকে কেহ না কেহ ভালোবাসে। চমৎকার গোলাকার পৃথিবী। এই আমাদের মানব জীবন হালচাল।
প্রিয় সম্মানিত কবি!
অসাধারণ জ্ঞানের পরিচয়ে রচিত করেছেন কবিতাটি। খুব ভাল লাগা রইল। মানুষ মানব ও মানসিক মানবতায় হউক জাগ্রত জাতি মনন মর্মতা। কবিতাটি পায় যেন পাঠক প্রিয়তা। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানবেন। আপনার জন্যে অনেক দোয়া রইল। আমীন।
খুব সুন্দর লাগলো!
খুব ভালো ভাবনা
....... Nripendra nath adhikary
সুগভীর ভাবনায় অনন্য কথামালায় কাব্যকথার অনবদ্য সৃজন কবি।...নান্দনিক শব্দশৈলীতে মনোমুগ্ধকর উপস্থাপন...শুভ কামনা সতত। ভালো থাকুন সব সময়।
একদম সঠিক কাব্য কথা।
Sanjay Karmakar
SJusu3t6 fn0sor1cwu2 ·
ভালোবাসা প্রেম মধুময় কাল মোহময়ী তার রূপ
কোণে কোণে রণ শিওরে সমন নাহি আজি অপরূপ।
কাঁদিছে ধরণী কাঁদিছে মাতায়ে কাঁদিতেছে দেশমাতা
নীরবে বাহিত অশ্রু সঘনো কেহ নাহি আজি ত্রাতা।
লেখনী আজিকে রক্তিম হৃদ লোহিতে রাঙায়ে কাল
দিকে দিকে ফেরে মানবতা হরে ইবলিস তার দল।
তারি মাঝে বয় আপনার লয় প্রেমের আকর তায়
ভালোবাসা প্রেম তারি ধরা হেম ফল্গু সে তার বয়।
প্রেমিক ও প্রেমিকা জায়া ও মাতায়ে শিশু ও তাহার মাতা
জেগে রয় প্রেম কভূ নহে লীন দীপ্ত তার ঐ গাথা।
শুভকামনা অনন্ত প্রিয় কবি।
টাকা পয়সা মিথ্যে আশা
নেই যেখানে ভালবাসা।
ভাঙা ঘরে চাঁদের আলো
ভালবাসায় লাগে ভালো।
প্রেমময় কবিতা সুন্দর।
রক্তিম শুভেচ্ছা ।
দারুণ দারুণ কবিপ্রিয়। ভালো থাকবেন। শুভ কামনা রইল।
মন ছুঁয়ে গেলো অনন্য অসাধারণ প্রেমের কবিতা পাঠে।
অনিঃশেষ শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি।
অনবদ্য ভাবনার বেশ অনন্য একটি প্রেমের কবিতা ।। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ।। শুভ রাত্রি
'হিসাবের বই খাতা নেই যার হাতে
ভালোবাসা মধুময় হয়ে রয় তাতে।'
এটাই ভালবাসার মূলমন্ত্র।
অপূর্ব সুন্দর কবিতা।
সতত শ্রদ্ধা।
ভাল থাকুন সব সময় এবং আপনার মতন করে।
ভালবাসা দিবসে চমৎকার প্রেমের কবিতা, ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
খুব সুন্দর কাব্য!
"ভ্যালেন্টাইন ডে" র অনবদ্য কবিতা মঞ্জরি।
চমৎকার আবেগে অনন্য অনুভূতির ছোঁয়ায় সৃষ্ট সুরম্য প্রেমের প্রকাশ।
খুব ভালো থাকবেন প্রিয় কবি।
শুভেচ্ছা নিরন্তর।
সঠিকতায় সু্ন্দর অর্থে ভরা কাব্য । জীবন চলার পথে মস্ত রোসনাই , ভালোবাসা !
শুভসন্ধ্যা , ভাল থাকুন প্রেবুদ্ধ প্রিয়কবি , শুভেচ্ছা অসীম ।
অসাধারণ প্রেমময়ী প্রকাশ
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
অপূর্ব প্রেমের কবিতা! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বাসন্তী শুভেচ্ছা জানাই।
ছোট্ট কিন্তু ব্যাপক
সত্যি ভালোবাসার জ্ঞাপক...
মধুমিতা***
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.