মা তোর, রাতের পেঁচা ছেলেটা যে
অন্ধকারে চুপিসারে অবুঝ সবুজ ফুল ছিঁড়ে
তুই কি তা জানিস না?
বৃন্তচ্যুত পুষ্পগুলো, ফাঁসির রশিতে ঝুলিয়ে রেখে
মদ্যপানে মগ্ন থেকে, মৃত দেহ ভোগ করে;
এই মাতালের পাপের বিচার করবে কে,
মা বলে দে…
বিপথগামী ছেলেটা শোনছে না আর মায়ের কথা
এমন সন্তান জন্ম দিয়ে,
ফুলের বাগান ধ্বংস করে ভুলের পাহাড় গড়লি মা!
মুখে কালি, চোখে লজ্জা
মুছবি কেমন করে?