১
গরম মাথা চরম ভাব
শীতল জলে ডুবিয়ে নয়;
উত্তাপের উৎসটাকে,
ঠাণ্ডা করে দাও!
২
বাঘের বুকে প্রেমের খনি
দুই চোখেতে মুক্তা মণি;
এমন কথা ছড়িয়ে পড়া,
বন্ধ করে দাও!
৩
যাদের রুক্ষ পায়ের আঘাতে
সিক্ত মাটি শুষ্ক হয়,
ধুলাবালি উড়তে রয়,
তাদের পায়ে নিগড় দাও!
১
গরম মাথা চরম ভাব
শীতল জলে ডুবিয়ে নয়;
উত্তাপের উৎসটাকে,
ঠাণ্ডা করে দাও!
২
বাঘের বুকে প্রেমের খনি
দুই চোখেতে মুক্তা মণি;
এমন কথা ছড়িয়ে পড়া,
বন্ধ করে দাও!
৩
যাদের রুক্ষ পায়ের আঘাতে
সিক্ত মাটি শুষ্ক হয়,
ধুলাবালি উড়তে রয়,
তাদের পায়ে নিগড় দাও!
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৪৩টি মন্তব্য এসেছে।
ছোট্ট অথচ গভীর তাৎপর্য পূর্ণ। ভালো লাগলো। ভালো থাকবেন সম্মানীয়া কবি।
চলমান সময়কে কাব্যমাঝে বন্দী করে
সত্যের প্রতি যে সম্মান দেখালেন,
অভিভূত হলাম প্রিয় কবি।
খুবই ভালো লাগল।
অনেক-অনেক শুভ কামনা রইল।
চমৎকার অনুকাব্য।। ভীষন আলোড়িত।। শুভকামনা অবিরাম প্রিয় কবি।।
আপনার লেখার অবশ্যই প্রশংসা করতে হয় অসাধারন লিখনী, একরাশ মুগ্ধতা রেখে গেলাম।
অ ন ব দ্য ।।
(১)
দেখে ঝড়-ঝাপটা
নুয়ে হও চ্যাপটা,
বিষয়টি ঠিক না।
ধরে টান হ্যাচকা
ভাঙ্গো মূল মটকা-
এই হোক ভাবনা।
(২)
শুনবে না আর কান
ধ্বজাধারীর গান
হোক আজকে এই পণ,
ধরিয়ে দাও আজ
বাঘ্র মামার সাজ
চটক বিজ্ঞাপন।
(৩)
হোক না যত কঠিন কাজ
দিতে হবে তবু আজ
ডাণ্ডা বেড়ি অসুর পা'য়,
বাঁচাতে সবুজ প্রান্তর
নাহি যে আর গত্যন্তর
রোখা ছাড়া এই বেলায়।
....(আমার বোধে 'পারো যদি' কবিতাত্রয়ের মূল ভাবনা).....
আপনার অসাধারণ লেখনিতে মানুষের মননে, বোধে এই যে ছোট ছোট ধাক্কা দিয়ে চেতনাকে জাগ্রত করার প্রয়াস, এর মূল্য সুদূরপ্রসারী এবং প্রচণ্ড। অপূর্ব। মুগ্ধতা অসীম।
ভাল থাকবেন সব সময় এবং সাবধানে থাকবেন এখনো।
প্রিয় সম্মানিত কবি!!
আপনার হাতের সুনীপূণ জ্ঞানা উচ্চারণের চমৎকার বিদ্রোহীতার অসাধারণ অনুভূতিতে পারো যদি (১-৩) সুন্দর অর্থবহ নামকরণের মাধ্যমে রচিত করে প্রকাশ করলেন। অনেক ভাল লাগা রইল। সত্যই অতুলনীয় লেখনিতে মুগ্ধ। ভাল থাকবেন সতত। স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দোয়া রইল অফুরন্ত। আমিন।।
দারুন মিঠে বার্তা।। রক্তিম শুভেচ্ছা।
সমন্বয়ের পরশ
চরম উত্তাপকে শীতল করে দেয়।
সভ্যতা যখন উড়ো কথায় বিশ্বাসী
তখন চাইলে কি বেহাল প্রচারণা বন্ধ করা যায় প্রিয় কবি!
ওদের পা খুবই ছটফটে প্রিয় কবি
সবল না হয়ে শিকল পরানো বড়ই বিপদজনক।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রূপকের আঁড়ালে রচিত কাব্য তাৎপর্যপূর্ণ অর্থ বহন করে।
অনন্য সুন্দর লেখনী!
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
চমৎকার রূপক কাব্য। দ্রোহ ফুটে উঠল।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
অসাধারণ রূপক! খুব সুন্দর অনুভূতি ও অনুভবের প্রতিটি কবিতা প্রিয় কবি
রূপকে সুন্দর বিদ্রোহী কবিতা!
জীবনমুখী ভাবনার দ্রোহভরা সুন্দর নীতি বোধের কাব্য কথা, মুগ্ধ ।
প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
বাহ্! বিদ্রোহের অপূর্ব কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
রূপকের অন্তরালে বিদ্রোহের সুর বাজে। সুন্দর লেখা। ভালো লাগল পড়ে।
শুভেচ্ছা প্রিয় কবিকে।
কোনটা থেকে কোনটাকে ভালো বলবো ঠিক বলা মুসকিল, সবগুলোই অনন্য প্রিয় কবি।
রূপকে চমৎকার কথামালার অনন্য বিদ্রোহী কবিতা!!
ভীষণ মুগ্ধ হলাম পাঠ করে।
অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় কবি।
অব্যক্ত মনের কথা
চাঁপা ডালের হাল্কা ছায়ায়
সুপ্ত ব্যথা ।
মন মাতানো ভাবনারা সব ।
ভালবাসা ও শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
চমৎকার রূপকে আবেগময় জীবনমুখী দ্রোহের কবিতা , ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
বাহ! দারুন হয়েছে কবি।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.