মরণের দুয়ার দিয়ে
জীবন উপহার নিয়ে বেরিয়ে আসা
পাখির ঘরের পাশে থাকা মানুষ রোগীর কিছু কথা।
ডাক্তারী পেশায় পাখিরা দারুণ সচেতন,
দারুণ অভিজ্ঞ।
ডায়েট কন্ট্রোল, উচ্চ রক্তচাপ আবেগ নিয়ন্ত্রণ সকল চিকিৎসা করে
প্রাকটিক্যাল ডেমোতে।
ভোরের বিশুদ্ধ হাওয়া সঙ্গে নিয়ে সকালের ব্যায়াম
মুক্ত মনে দিন কাটা, কর্মব্যস্ততায় সুস্থতা।
সন্ধ্যা বেলায়, আপন সুখের আপন আলয়
সারা নিশি শান্তির নিদ্রা!
মানব ডাক্তারের মতো নির্ঘুম মস্তিষ্ক ক্লান্তির পার্শ্বচাপে
ভুল প্রেসক্রিপ্‌শনে মানুষ মারে না…