যে প্রেমের মহিমায়
ফুটেছে কুসুম হৃদয়ে হৃদয়ে;
সে প্রেমের পাশে
আগুন শব্দটি কে লিখেছে?
(খুদ মানে চালের ভগ্নাংশ বা ক্ষুদ্রাংশ)
যে প্রেমের মহিমায়
ফুটেছে কুসুম হৃদয়ে হৃদয়ে;
সে প্রেমের পাশে
আগুন শব্দটি কে লিখেছে?
(খুদ মানে চালের ভগ্নাংশ বা ক্ষুদ্রাংশ)
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৪৫টি মন্তব্য এসেছে।
যথার্থ প্রশ্ন...
প্রেমের আর এক নাম দহন...
ক্রুতিষা***
আগুন জ্বলা ফাগুন বন্ধু ? প্রেম ও বিদ্রোহের যুগল আবাহন।
হাঃ হাঃ বেশ মজার ব্যাপার !!
নেভানো ভীষণ দায়।
অপূর্ব! অপূর্ব!
অসামান্য ভাবনায় মোড়া প্রেমের মহিমা ।
ভীষণ ভীষণ সুন্দর লেখনীতে মুগ্ধ।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবিবর ।
ভালো থাকুন সুস্থ থাকুন কামনা নিরন্তর ।
অসাধারণ লিখেছেন শ্রদ্ধেয় বরেণ্য কবি। অল্পতেই বিস্তারিত___
ভাবনার গভীরতাই নতুন ভাবনার জন্ম দেয়! জীবন স্বপ্ন দেখে অনাবিল সুখের; তবু, অনলের আঁচে মাঝে মাঝে জীবন এলোমেলো হয়ে যায়! সমৃদ্ধ ভাবনার বলিষ্ঠ কবিতা হৃদয় ছুঁয়ে গেল। খুবই ভালো লাগল প্রিয় কবি, শুভ কামনা রইল।
খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন ।। ভাল লাগল । ভাল থাকুন।শুভ কামনা রইল।
খুদ-৩;
মহত্ত্বের অপূর্ব সুধার মর্মস্পর্শের সুন্দরতম সম্পর্কের অমৃতের নীলাতে বর্ণিত প্রিয় সম্মানিত কবির ছোট চার লাইনের কবিতাটি। মুগ্ধ হলাম। অনেক ভাল লাগাতে বিমোহিত। ভাল থাকবেন সাবধানে থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দোয়া রইলো অফুরান্ত সব সময় সর্বত্র।। আমিন।।
প্রিয় কবির
কথার কাকলি করল আমায় কাত
অসাধারণ লেখনীর ভাজ।
অতুলনীয় ভাবনার অপূর্ব প্রকাশ!
সুন্দর
ভারী চমৎকার খুদ কবিতা।
শুভেচ্ছা জানবেন, প্রিয় কবি।
প্রেমই লিখে রেখেছে
সে বলেছে তার কাছে গেলে
গোলাপের সুবাস ও কাঁটার বর্ম দুটোই নিতে হবে
চমৎকার লিখেছেন প্রিয় কবি
ছোট কথা, গভীর অর্থ ।
আমিও বলি , মানুষকে অধর্মী, নাস্তিক , কাফের বলা কে শিখালো !!
অপূর্ব , কাব্য ।
শুভেচ্ছা প্রিয়কবিকে , অহরহঃ ভাল থাকবেন সদা ।
প্রেমের আসীম শক্তি!সব প্রতিবন্ধকতা জয় করতে পারে।আবার প্রেমানলের আশঙ্কা থেকেই যায়।একদম বিন্দুতে সিন্ধু।দারুণ লিখেছেন।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবি।
অপূর্ব ক্ষুদ্র কবিতার অনন্য উপস্থাপনা।
অসাধারণ ভাবনার কাব্যিকতার প্রেমময় সৃষ্টি।
খুব ভালো থাকবেন সকলকে নিয়ে, প্রিয় কবি।
শুভেচ্ছা সতত।
বাহ্! দুর্দান্ত! দারুন প্রশ্নের অবতারণা! যে মনে প্রেম জাগে আগুনের হলকা সেই বুঝতে পারে! তাই আগুন শব্দটির উল্লেখ করতে আর কাউকে দরকার নেই। ওই হৃদয়ই যথেষ্ট! দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
অপূর্ব!!
পাঠে মন মুগ্ধ!!
শুভেচ্ছা ও শুভকামনা প্রিয় কবি।
শুভ সকাল প্রিয়তমেষু কবি ,
প্রেমের মহিমা !!! ভীষণ মুগ্ধ!!!!
ভালো লাগা রইলো।
’শাশ্বত প্রেমের অমিয় ধারা
নয় কখনো রুক্ষ কারা,
তবু অনল হলে কাতর
হয় সে খোশে পরশ পাথর’
এ তো অবিনশ্বর প্রেমের মহিমা প্রিয় কবি।
ভীষণ ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
প্রেমানলে! দগ্ধ ধরা ছল কপটে রাজ
লঙ্কা যে যায় রাবণ সে হয় কংস মহারাজ। ইহাই রীতি। অপূর্ব সুন্দর প্রকাশ। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
প্রেমের দারুণ খুদ কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
চমত্কার কাব্য!
অনেক ভালো লাগলো কবি।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.