এ জীবন আলোছায়ার পালাক্রম
প্রবল বাতাস, ঝড়ের আঘাত...
ঢেউ তুলে জীবন নদী জানায় প্রতিবাদ!
ফেলে আসা দিন;
কিছু দেয়া, কিছু নেয়া কিছু আবার ঋণ ।
শত আশা, শত স্বপ্ন, কখনো পূর্ণ কখনো অপূর্ণ...


মহৎ যাদের মন হয়
পৃথিবীকে দিতে আসে শুধু নিতে নয় ।
চায় না অস্কার, চায় না নোবেল পুরস্কার-
ভাল কর্মের ফল নির্মল জল; ধারণ করে সূর্যের প্রতিবিম্ব!