সত্য কথা বললে
জিহ্বা কেটে দেবার
পরিকল্পনা পরাজিত!
কবিতা লিখলে হাতের হাড়
চূর্ণ-বিচূর্ণ করে কংক্রিট মিক্সারে
মিশিয়ে দেয়াল বানানোর বৃথা হুমকি
পড়ে আছে পতিত-দূষিত ঐ জলাশয়ে!!


যে হলো স্বাধীন শেষে...
যে চলে ঐ মেঘের দেশে…
ভাবনা সাজে আকাশের ভাঁজে …
চিরচেনা কলমটি পকেটেই আছে…
শুষ্ক প্রাণে বৃষ্টি আনে কলমে কলমে…
ঝরা ফুলে সৌরভ জাগায় কলমে কলমে…
পাথরের মাথায় মস্তিষ্ক লাগায় কলমে কলমে…
পথহারা পথিককে পথের দিশা দেয় কলমে কলমে…
অন্যায় অবিচারের প্রতিবাদ করে নিজ কলমে কলমে…
তোরা এঁকে যা, এই সার্থক সুন্দর কবির দুনয়নের দুটি ছবি…