অবুঝের মতো ক্রন্দন,
কণ্ঠের অপমানিত কম্পন বন্ধ কর।
তোমাকে ভোগের অনৈতিক ইচ্ছা পোষণ,
এ শুধু তার ভাবনা দূষণ;
অবাস্তব আকর্ষণ, ক্ষনিকের ভালোলাগা ফুল
ভালোবাসার অভিনয়।


গায়ের রক্ত চায়ের কাপে নিয়ে
পান করতে চাইলে;
মেটাতে তৃষ্ণাখানি, দিও তাকে বিশুদ্ধ পানি-
দুই নয়নে ঢেলে দিও
পূর্ণচন্দ্রের নির্মল রূপালী আলো।
আর বলে দিও আমি নারী
তবুও তোমার ভালো বন্ধু হতে পারি
হাতে হাত রেখে পারি যেতে, সত্য ও সুন্দরের সন্ধানে!