উৎসর্গঃ আমার গভীরতম শোক, ব্যথিত হৃদয়, চোখের অশ্রু দিয়ে- যাঁরা আগুনের পরশমণি ছুঁয়ে স্পর্শের সীমারেখা অতিক্রম করেছেন ।


   '' আসুন আমরা আগুন সম্পর্কে বৃথা বাক্য
    ব্যায় না করে একটি দিয়াশলাইয়ের কাঠি
     জ্বালিয়ে দিয়ে বলি- 'এই হচ্ছে প্রকৃত আগুন' ।''
              - নির্মলেন্দু গুন
প্রেম ভালবাসা সংশয় সুফলা স্বপ্ন
নিমেষে মুছে গেল
রূপবানের রূপালী জীবন কষ্টের ফসিল
স্ত্রীর চুড়ি দুটি যেন সাত রাজার ধনের অধিক
পোড়া কপালে অগ্নি টিপ
ক্ষুধিত জঠরে নিজের ভাজা মাংসের স্বাদ
লোহা লক্কড়ের সাথে পাল্লা দিয়ে
পুড়ে গেল অস্থি মজ্জা হাড় ।
স্বজনেরা ডি এন এ বুঝেনা
ফেরত চায়- কেশ নখর সহ জীবন্ত শরীর
প্রিয়জনের একটুকরো হাড়
একটু ছাই, রক্ত, পোড়া মাটি - গলার মাদুলি ।
সাদা কাফনে ওরা শুদ্ধ সোনা
ওরা নারী যুবা না পুরুষ !
ইভ না আদম !
সাদা কাফনে ওরা শুদ্ধ সোনা


স্বর্গে , সোনালী রূপালী পোশাকে
অচিন বৃক্ষে নক্ষ্ত্র বীথি ওরা ।