আমি তোমাদের আপনজন হতে চাই
আমার মৃত্যু হবে ! কবে কখন !
আমি তোমাদের প্রিয়তম পিতা হতে চাই
পূর্বাহ্নে বা অপরাহ্নে যখনই যাবো
আমি তোমাদের সুজন হতে চাই ।
আমাকে মাটি কিম্বা পাথরে ঢেকে দিবে
আমি কি আবার অঙ্কুরিত হবো !
আমি তোমাদের প্রিয়ভাজন হতে চাই ।
খেজুর গুচ্ছের মতো স্বপ্ন
তোমাদের দিতে পারিনি
তোমরা কি বিক্ষুব্ধ ? বিষাদিত ?
আমি তোমাদের পরে
তাহাদেরও পিতমহ হতে চাই
শ্রদ্ধাভাজন পিতা পিতামহ প্রপিতামহ
হতে চাই ।