অসুখ বিসুখ তো করবেই
মৃত্যু নীল যন্ত্রণা
দুঃস্বপ্নের নক্ষত্রকে কাছে টেনে
চিলের মতো ভর দুপুরে উড়লে।


অন্ধকারে চিলেকোঠায় বসে
চাঁদকে আকাশের ক্ষত রোগ ভাবলে
অসুখ বিসুখ তো করবেই।


রাতের করিডোরে
শকুন্তলার শ্লীলতা নষ্ট করলে
অসুখ বিসুখ তো করবেই।


অসভ্য টিকটিকির মতো
যখন তখন চুম্বন চেয়ে ব্যর্থ হলে
অসুখ বিসুখ তো করবেই।