হে বৈশাখ,
বৃষ্টি জল ঝর্ণা তরঙ্গায়িত নারী রুপে এসো
না হয় নতুন ছন্দে অলীক সুরে
একটা বসন্তের গান বেঁধে দাও, রুদ্র বৈশাখী পংক্তি নয়।
হে বৈশাখ,
প্রেমময়ী, প্রেয়সী, প্রেম সুধা রুপে এসো
প্রলয় ঝড়ে নয়, এসো নরম সুবাসিনী ঘোমটা পরে।
আমার আছে ভীত কম্পিত দীর্ণ দীর্ঘকায় অতীতস্মৃতি
শঙ্কিত মধ্য বয়সে হে বৈশাখ,
প্রলয় পৌরষে নয়,
লাজুক লতানো কিশোরীরর ভীরু কম্পিত ছন্দে এসো ।
বৈশাখ তুমি,
ঈশান কোনে যদি উদিত হও
ঈশ্বরের দূতালী হয়ে শুভ সুর ছন্দে গীতি কাব্য
হয়ে এসো।।