এবার তোমাকে একাকী যেতে হবে
ক্লান্ত নাবিক পথিক, ছায়াঘন বিশ্রাম চায়
পান্থশালা,  নারী।
দ্রাক্ষারসে মাতাল হতে চায়।
আমিও যাবোনা
ডানা গুটিয়  ঘুম ঘুম দিন রাত্রি
  নষ্টালজিয়া থাকতে চায়।
  ক্রিস্টোফারের সহ যাত্রী  তুমি
  একাই পাড়ি দিতে পার, ব্রিস্টল বলিভিয়া আরব্য রজনীর
  আরব বালুকায়। ফিরে এসো শ্রাবণে।
বসন্তের বাউল বাতাসে ঝরা পাতার আসনে।


  
  অশ্ব ক্ষুরের মতো শক্ত ছিলো গোড়লি
  ডানাতে ছিলো বজ্র পাতের শক্তি।
  এখন অস্থি মজ্জা করোটিতে কষ্টের কালো মে্ঘ
   ক্ষরিত রক্ত পরাজিতের বৃত্তপথ।
  সমুদ্র তোমাকে একা যেতে হব।