সাম্যাবস্থায় নাকি আছে - মৌলিক অধিকার,
তবু কোনতন্ত্রে এলিট সমাজ বিরল শর্তহীন,
অনাগত, রাজপদ-তন্ত্র, চারুতার নব্য বিবর্তন;
তোমার যৌথভোগের এটাই কি ঘোলা অঙ্গীকার?


এলিট সমাজ বিচার চায় - সংজ্ঞা পায়না তার
রায়-বিচারের আলোয় কারে কয় কারাগার!
এলিট সমাজ সুচিকিৎসা চায়, পরিশ্রান্ত - তাই
দ্যাখেনা পড়ে আছে বৈদ্যশালায় মেঝের বিছানায়
জীবন্ত যত লাশ - বাঁচার তাগিদে পথ্যের প্রতীক্ষায়!
এলিট সমাজ ক্ষুধার্ত - খিদের জ্বালায় খুঁজে পায়না
কুড়াদানে খুটে খাওয়া বাড়তি যত মানুষের ছানা!
এলিট সমাজ ক্লান্ত, চায় শান্তির ঘুম – স্বপ্ন দ্যাখেনা
নক্ষত্র-ছাদের নিচে ঘুমায় আছে অত্য সব ফ্যালনা!


বিচারের চৌকাঠে কাঁদে যে সাম্য জীবন! সৌরকে
জয় করে যে বিজ্ঞানে অনুগ্রহ পায় না, যে জীবন
নিরাময় হয় না! অনাহারে মরে কোনো অধীনতায়,
আলেয়ায়, সে’ জীবন ঘর বাঁধে ফাঁপা আকাশের বুকে!
সাম্যতা তা’রে দাও, তা’রে দাও তাহার স্বাধীনতা
অধিকার দাও তা’রে, এ’ গণতন্ত্র ফিরিয়ে দাও তাকে।