নিরুত্তর দুপুর! অনিঃশেষ অবকাশ!


অপূর্ণ প্রকটতার ফোঁটা ফোঁটা মাঘী রোদের বাঁক!
সদৃশতা ভাসে কেবল
বৃদ্ধ প্রণয়নীর প্রেম নিবেদনে।
ফিনফিনে সোনালি চুলের ডগায়
লেগে আছে কাজল রঙয়ের অনুরুপতা;
সমগ্র দেহযষ্টি
ক্ষয়ে আছে ভিজে ভিজে রঙয়ের দূরত্বে!
ক্রমশ অনুচ্চ আকাশের একফালিতে
টুকরো টুকরো জমাট বাঁধা কালো মেঘে
সূর্যের অসহায় ভাঙা আলো
বন্দি হয়ে ঠিকরে পড়ে শূন্যতার শেষে,
ক্ষত প্রলেপের সাজে পুনর্বার
নিশ্চিত বার আর ফেরা হয় না!
শুধু শেষ আলোটির আসক্তি
রুগ্ন দৃশ্যতার অন্তরাল মাত্র,
একটু একটু করে সরে যায় গভীর অরণ্যের বারান্দায়!
ধীরে ধীরে ফিরে আসে অন্তহীন একাকী বাসী!



তারও যে নীচে আমার অসুস্থ মনের বসতবাড়ি!