তীব্রতায় বিষাদ আছে – আছে ভাঙা মনের সুখ
চল যাই বন্ধু স্বকীয়তায় ভুলে, খুঁজি ভিন্ন মেরুর মুখ।
বিচ্ছিরি স্বপ্ন চাদরে না লুকিয়ে মাথা - জেগে থাকি
আয় পথিক মানচিত্রে লিখি আর একবার পিরিতের আঁখি।
অতিপ্রিয়তার শর্তহীন ভালোবাসা নীলিমায় মুছে দহনে
মেলুক ডানা বালিচুড়োয় ফিরে আসি উদিত পূর্ণ গমনে।


বিরহের স্বপ্ন আছে তাই বাঁধবো সোহাগ মরীচিকায়
তরঙ্গের স্রোত নিয়ে বাষ্প হাতে সিক্ত হবে যাতনায়!
আগুনে পোড়া মনটায় আজ ফিরিছে চেতন পূর্ণিমার
আমার উঠোনে আলোমাখা রাত আলিঙ্গনে মুগ্ধ বারবার।
বিরাকার ঢেউ উত্তাল সাগরতঠে, ভাঙা বাতাস লিখে জানায় -
ফেরাবে প্রেয়সী নিস্তব্ধতার আঁধারের বুকে জাগ্রত মোহনায়।


আজ রুপোলী আলোয় রাত কাটাবো বিনিদ্রা গাঢ় জাগনে
এলোমেলো মেঘে শিমূলের হাসি প্রিয়ের আবেগি শয়নে।
শেষ ফাগুনের নিশিবাসরে শতেক তারার মাঝে - অনুগমনের আশা
ছোট ফুলে সাজাই স্বপ্ন বাসর বিদায়ী সুরভীর ফিরে আসার নেশা।