আযানের ঐ চিরন্তন বাণী শুনি আমি যখন
হৃদয়ে মোর জেগে উঠে পবিত্র এক শিহরন।
স্বপ্নে আযানের বানী দিলেন শিক্ষা মহান রব
আবদুল্লাহ বিন যায়েদ নবীকে শুনালেন সব।
ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলালের আযান সুর
বাজবে চিরকাল মসজিদের মিনারে হয়ে সুমধুর।
’আল্লাহু আকবর’ বলে হাঁকেন যখন মুয়াজ্জিন
মসজিদ পানে ছুটে চলেন আছেন যত মু’মিন।
শাশ্বত কল্যাণের পথে আযানের উদাত্ত আহবান
আল্লাহ ও প্রিয় রাসুলের প্রতি রয়েছে সাক্ষ্যদান।
শেষ দিবসে মুয়াজ্জিনের গর্দান হবে সবার উঁচু
আযান দিতে তাই কভু করোনা কণ্ঠস্বর নিচু।
আযানের ধ্বনি শুনেন যত জ্বিন আর ইনসান
তাদের তরে সাক্ষ্য দিবেন এই পবিত্র আযান।
মুক্তির পথে ডাকেন মুয়াজ্জিন দৈনিক পাঁচবার
বিতাড়িত শয়তান তখন পথ খুঁজে পালাবার।
ঘনঘোর অন্ধকার শেষে শুনি ফজরের আযান
বিছানা ছেড়ে সিজদায় পড়ে গাই তব জয়গান।