আমরা পারি রচিতে আবার নতুন ইতিহাস
বয়ে দিতে পারি অনাবিল শান্তির সুবাতাস।
আমরা পারি গড়তে সাম্যের নতুন পৃথিবী
যেথায় রবেনা হিংস্র জানোয়ার মানবরূপী।
আমরা পারি জ্বালাতে সত্যের সুদীপ্ত মশাল
আঁধার ঘুচিয়ে আনতে পারি নতুন সকাল।
আমরা পারি রুখে দিতে অন্যায়-অবিচার
প্রতিষ্ঠিত করতে পারি সমাজে ন্যায়বিচার।
আমরা পারি ভেঙ্গে দিতে জালিমের প্রাসাদ
দূর করতে পারি জাতির বিষন্নতা-অবসাদ।
আমরা পারি জয় করতে গভীর সমুদ্র তল
মুছে দিতে পারি অসহায় মানুষের অশ্রুজল।
আমরা পারি দেখাতে ঐ শ্বাশত মুক্তির পথ
নিতে পারি সত্য ও ন্যায়ের পথে দৃঢ় শপথ।
আমরা পারি অসহায়ের মুখে ফুটাতে হাসি
জালিম-শোসকের গলায় পরাতে পারি ফাঁসি।