বসন্তের এক ফালি নরম রোদের মিষ্টি ওম
ঝিরঝির দখিনা হাওয়ার আলতো চুম,
পাতাঝরা বৃক্ষরাজিতে যৌবনের নব উম্মাদনা
পল্লবঘন তরুবীথি প্রেমিক হৃদয়ে দেয় প্রণোদনা।


প্রাণের বদ্বীপ আজ বাসন্তি রূপে সেজেছে অপরূপ
কোথা আর পাবো খুঁজে নিসর্গের এই স্বরূপ,
কোকিলের কুহুতান পাপিয়ার পিউডাক ভ্রমরের গুঞ্জন
সত্যিই অপ্রতিম ঋতুরাজ বসন্তের এমন ব্যঞ্জন।


চিত্তহারী ফুলের ঐশ্বর্যে ঝলমল প্রকৃতির ক্যানভাস
শুষ্ক মাটির বুকে জেগে উঠে আদুরে সবুজ ঘাস,
স্মৃতির অলি-গলিতে ঘুরে বেড়ায় বিরহী মন
কল্পনায় ভেসে উঠে বিচিত্র অনুভূতির সংকলন।


ধূলিময় মরুতে এসব শুধু বিলাসী কল্পনা
নিত্য এখানে ধূসর হয় জীবনের আলপনা,
মা-মাটির বিরহে কাটে প্রবাসীর প্রতিটি প্রহর
হৃদয় মাঝে বয়ে চলে মর্মযন্ত্রণার এক নহর।
##
সৌদি আরব
২৪/০২/২০২২