একদিন আমি মানুষ হবো
হবো আমি সভ্য,
মন মাঝে জাগবে মানবতা
আঁকড়ে ধরব সত্য।


একদিন আমি মানুষ হবো
হবো আরো মানবিক,
থাকবেনা হৃদয় মাঝে আর
কোন আচরণ পৈশাচিক!


একদিন আমি মানুষ হবো
হবো আরো মননশীল,
পরের সাথে গড়বো সখ্যতা
ব্যবহার হবে রুচিশীল।


একদিন আমি মানুষ হবো
শিখব সাম্য-ভ্রাতৃত্ব,
মানুষ হয়ে মানুষের উপর
দেখাবনা আমি প্রভুত্ব!


একদিন আমি মানুষ হবো
দিব মা-বাবাকে সম্মান,
বৃদ্ধাশ্রমে পাঠাবোনা তাদের
করবোনা অপমান!


একদিন আমি মানুষ হবো
বুঝব সত্য-মিথ্যা,
খাদ্য-দ্রব্যে ভেজাল মিশিয়ে
করবনা মানব হত্যা।


একদিন আমি মানুষ হবো
গাইব মানবতার গান,
সত্যের আলো দেব ছড়িয়ে
জানাবো হকের আহবান।


একদিন আমি মানুষ হবো
মানবো স্রষ্টার বিধান,
কৃতজ্ঞ হবো মুনীবের প্রতি
জীবনতো তাঁরই দান।
##