শুদ্ধ চেতনার বিবেক এখন জাগেনা আর
প্রতিবাদী সত্তারাও গভীর নিদ্রামগ্ন,
মানুষর মৌলিকাধিকার এখনও সুদূর পরাহত
প্রত্যাশার গগন অন্ধকার-মেঘাচ্ছন্ন।


সহনশীলতা, পরমতসহিষ্ণুতা সমাজ থেকে নির্বাসিত
মানবিকতা ক্রমান্বয়ে হচ্ছে বিপন্ন,
হীনস্বার্থ চরিতার্থের উদগ্র বাসনায় মত্ত সমাজপতিরা
প্রজন্মের আগামী বিবর্ণ- বিষণ্ন!


সর্বগ্রাসী লোলুপতার ভয়াবহ লেলিহান শিখা
চারখার করছে গণতন্ত্রের ভিত,
নির্বাচনের নামে প্রহসনের উলঙ্গ উন্মত্ততা
অযোগ্যরা গায় আত্মতৃপ্তির গীত।


আমাদের অনৈতিকতা আগামীকে করছে কলুষিত
ভবিষ্যৎ প্রজন্মরা হচ্ছে বিভ্রান্ত,
পঙ্কিলতার জালে আবদ্ধ নীতি-নির্ধারনী চিন্তাধারা
সর্বস্তরে আজ কুটিল চক্রান্ত।


জাগ্র্রত হোক নৈতিকতা আর মূল্যবোধ
সাহস সঞ্চার হোক প্রাণে,
দূবৃত্তায়নের রাজনীতি বন্ধ হোক সহসা
অর্থময় হোক স্বাধীনতার মানে।