কলম তুমি স্রষ্টার এক অনবদ্য সৃষ্টি
মানবের তরে অনন্য দান,
তুমি দূর কর অজ্ঞতা আর অন্ধকার
ছড়িয়ে দাও আলোকিত জ্ঞান।


কলম দিয়ে দিলেন শিক্ষা মহান প্রভু
জানতনা যা কিছু বিশ্ববাসী,
তুমিই দূর করলে এই বিশ্ব জগতের
অজ্ঞতা, অন্ধকার রাশি রাশি।


তুমি লিখে যাও অজানা সব কথামালা
অবিরাম তোমার পথ চলা,
তুমি হীনা হতোনা কিছু এই ধরনীর
প্রযুক্তি, বিজ্ঞান আর কলা।


অবনত মস্তকে তুমি লিখে যাও সব
মাথা উঁচু করার কথা,
তোমার কালি দিয়ে নিত্য রচে কত
ইতিহাস আর বিজয় গাথা।


মিথ্যা যেথা সেথা তোমার যুদ্ধ অবিরাম
ভেঙ্গে দাও অসত্যের প্রাসাদ,
সত্যের তরে তুমি বজ্র কঠোর হাতিয়ার
অন্যায়ের মূলে হানো আঘাত।


জগৎ মাঝে আছে তিন প্রকারের কলম
প্রথম কলম কুদরতী স্রষ্টার,
যা দিয়ে প্রভু লিখেন আমাদের তকদীর
বদলানোর সাধ্য আছে কার!


দ্বিতীয় কলম দিয়ে লিখেন স্বর্গীয় দূত
আদ্যোপান্ত সব মনুষ্য কর্মের,
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কিংবা অনেক বড়
তথ্যের হয়না তো হেরফের।


তৃতীয় কলম হলো মনুষ্য জাতির হাতে
নিত্য লিখে হাজারো কথা,
তুমি ছাড়া অচল জ্ঞানের সকল দরজা
তোমার কালি যায়না বৃথা।
##