এসেছে সময় নিতে হবে দৃঢ় শপথ
ভাঙ্গতে বাধার হিমালয়,
আলোর পথে যেতে হবে এগিয়ে
চ্ছিন্ন করে আঁধার বলয়।


অন্যায় অবিচার দিতে হবে রুখে
দুঃশাসন হবে রুদ্ধ,
অদম্য তারুণ্যের অবিচল সংগ্রামে
সমাজ হবে পরিশুদ্ধ।


ন্যায়ের পথে লড়ে যাবো অবিশ্রান্ত
আসুক যত ঝড়-ঝাঞ্চা,
অসাধ্য সাধনের কারিগর মোরা
অন্যায়ের বিরুদ্ধে ধরি পাঞ্জা।


বদ্ধ কুটিরের দুয়ার করি চূর্ণ
ছিনিয়ে আনি অধিকার,
অত্যাচারী শাসকের ঐ মসনদ
ভেঙ্গে করি চুরমার।


হাতের তালুতে নিতে জানি অগ্নিগোলা
জ্বলন্ত লাভায় পারি চলতে,
উত্তাল তরঙ্গমালা দিতে পারি পাড়ি
ডরিনা সত্য কথা বলতে।
##