নিশীত রাতে এ কার নুপুর বাজে
শুনশান নীরবতায় এ কোন বীণার সুর!
বিরহী মেঘেরা জমাট বেঁধেছে মনোকাশে
ঝরাবে ফোটা ফোটা বেদনার তপ্ত কণা
আমি অপেক্ষমান হৃদয়ের কৌটা হাতে
ভালোবাসার শীতল অবগাহনে সিক্ত করতে।
প্রতিশ্রুত না হলেও অযাচিত নয় এই আনাগোনা
কোন এক নির্জন রাতে হাসনাহেনার সুবাসে তুমি এসেছিলে
সেদিন শ্রাবণ ধারায় গলে পড়েছিল ভালোবাসার অমৃত সুধা
ভাবলেশহীন নেত্রযুগলে ছিল অনাগত সময়ের অজস্র প্রশ্ন
অব্যক্ত সেসব কথামালা আজো হয়ে উঠেনি কবিতা,
বিলাসী স্বপ্নরা হয়তো আসবেনা বাস্তবতার রথে চড়ে
ক্ষতি কী কল্পিত প্রজাপতিরা যদি উড়ে ভাবনার ডানা মেলে!!