ইচ্ছে ছিল ইচ্ছেরা সব খেলবে খোলা হাওয়ায়
মনের মতো রঙ লাগিয়ে নাচবে চড়ে দোলনায়
পাখি যেমন ডানা মেলে ছুটে দিক-দিগন্তে
ইচ্ছে গুলো তেমনি করে গাইবে মনের প্রশান্তে।


ইচ্ছে ছিল ইচ্ছেরা সব ছড়াবে সুবাস সম্মোহনী
পৌষের জোৎস্নায় বিলাবে তারা রূপালী চাঁদের হাসি
পানকৌড়ি যেমন করে টুপটুপ ডুব দেয় পুকুরে জলে
ইচ্ছে গুলো তেমনি করে খেলবে দলে দলে।


ইচ্ছে ছিল ইচ্ছেরা সব সাজবে রংধনুর সাজে
বুনো হাঁসের শাঁ শাঁ শব্দে উড়বে মেঘের পাশে
নদী যেমন জোয়ার জলে ভাসায় নিজের বুক
ইচ্ছে গুলো তেমনি করে বিলাবে নিজের সুখ।


ইচ্ছে ছিল ইচ্ছেরা সব পরবে বাস্তবতার শাড়ি
সফলতার আঁচল ঢেকে ফিরবে আপন বাড়ি
কৃষক যেমন লাঙ্গল দিয়ে ফসল ফলায় মাঠে
ইচ্ছে গুলো তেমনি করে ভীড়বে সফলতার ঘাটে।