তুমি নারী তুমি জননী গর্ভধারিনী
তুমি আলোর দিশারী জীবন সঞ্চারিণী।
তুমি আমার স্বর্গ নরক
তুমি বেঁচে থাকার নিয়ামক।
তুমি বোন স্নেহের আজন্ম বন্ধন
তুমি কন্যা পিতার অমূল্য ধন।
তুমি আমার সহধর্মিনী জীবন জ্যোতি
তুমি সহমর্মী হয়ে ছড়াও দ্যোতি।
তুমি নারী তুমি চলার পথের সাথী
তুমি আমার জীবন সারথি।
তুমি নারী তুমি পুরুষের পাজরের হাড়
তুমি ছাড়া পুরুষের সবকিছু অসাড়।
তুমি নারী তুমি পুরুষের প্রেরণার মূল
তুমি অতি সহজেই করো অনেক ভুল।
তুমি নারী তুমি আহ্লাদী আত্নাভিমানী
তুমি কামিনী রহস্যময়ী মনোহরিণী।
তুমি নারী তুমি সরলা স্বপ্ন বিলাসী
তুমি নিত্য বাজাও সূর অভিনাশী।
তুমি নারী চপলা চঞ্ছলা হিন্দোলা
তুমি যে কারো মনে দিতে পারো দোলা।
তুমি নারী তুমি সাজাও সংসার সকরুণ ধৈর্যে
তুমি বেঁধে রাখো অপরকে হৃদয়িক ঐশ্বর্যে।
তুমি নারী শান্ত গভীর তোমার নেত্র যুগল
তুমি পুরুষকে যোগাও সাহস ভাঙিতে অর্গল।
তুমি নারী শিল্পীর তুলি কবির অনবদ্য কবিতা
তুমি আবার সমাজের চোখে কখনো হও পতিতা।
তুমি নারী যন্ত্রনার বাতাসে এক ফোটা শান্তনা
তুমি আবার ধব্ংস করো সংসার দিয়ে কুমন্ত্রনা।
তুমি নারী তুমি নিজেই নিজের করো মানহানি
তুমি সমাজ সংসারে লাগাও কত হানাহানি!
তুমি নারী তুমি মহিয়সী প্রেরণাময়ী দিগ্বিজয়ী
তুমি আবার বিষাক্ত নাগিনী ছলনাময়ী।
তুমি নারী যতই কিছু হোক তুমি জননী জায়া কন্যা
তুমি বয়ে দিতে পারো সমাজে স্নেহ মমতার বন্যা।
তুমি নারী নও তুমি কারো ভোগ্য পণ্য
তুমি ধরনীতলে চিরদিন হয়ে থাকবে অনন্য।